চান্দিনা প্রতিনিধি:
চান্দিনার নবাবপুর বাজার নুরানি চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে উদযাপন করা হলো চান্দিনার সময়২৪ ১০০k+ফলোয়ার। এই সময় সর্বোচ্চ ভিডিও শেয়ারকারী ৫জনকে দেওয়া হলো বিশেষ পুরস্কার।
জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মানবিক সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুল ইসলাম ভূইঁয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাবিবুর রহমান (রিপন) ভূইঁয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেটেলাইট চ্যানেল “এস” এর চান্দিনা প্রতিনিধি সাংবাদিক আলিফ মাহমুদ কায়সার,দৈনিক দেশসেবা পত্রিকার চান্দিনা প্রতিনিধি সাংবাদিক খোকা চৌধুরী, আলোচিত কণ্ঠশিল্পী মোশারফ হোসেনসহ আগত অতিথীবৃন্দ।
এ সময় দর্শক নন্দিত চান্দিনার সময়24 এর সম্পাদক জনাব ফখরুল ইসলাম “দৈনিক স্বতন্ত্র কন্ঠ”কে জানান, হাটি হাটি পা পা করে আমার প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চান্দিনার সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করছি,এছাড়া আমার এই চান্দিনার সময়24 এক সকল ভিউয়ারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখি আগামী দিনগুলোতে দল মত নির্বিশেষে সকলে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই চ্যানেল টুকুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।