1. live@dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা : দৈনিক আমার কুমিল্লা
  2. info@www.dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে এম. এ. হান্নানকে চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে লক্ষ টাকা জরিমানা  চান্দিনার ঘাটিগড়ায় আবুল কাশেম অভির ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া

চান্দিনা বাজারে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ দখল, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা বাজারে যত্রতত্র দোকানপাট বসানো, রাস্তাঘাটে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি, মুরগি বাজারে ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার (০৯ আগস্ট ২০২৪) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনসার বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাইপ, কাটা গাছ, ইট ও অন্যান্য সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সড়ক আইন, ২০১৮ এর ৮২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৮ ধারা অনুযায়ী একাধিক মামলায় সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী দুটি বেকারি দোকানকে মোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, মুরগি বাজারে ওজনে কারচুপির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩৭ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের সময় রাস্তার উপর অবৈধভাবে বসানো ফলের দোকান ও হকারদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সতর্ক করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৭ ধারা সম্পর্কে অবহিত করা হয়।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ নিরসন এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট