ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে জেলা কার্যালয় কুমিল্লা ‘খ’ সার্কেলের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মের্সাস নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি’র সামনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের (B2 সীট) যাত্রী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা আব্দুর রহিম (৪৮) এর দখল থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের সময় তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত দুটি পলি প্যাকেটে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা জানান, আটককৃত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।