ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ আছর আলীকামোড়া বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি কারী আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জননেতা মুফতী এহতেশামুল হক কাসেমী। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। একইসঙ্গে তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি কারী সাইফুল ইসলাম সরকার। এছাড়া চান্দিনা উপজেলা সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, উপজেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী এবং সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মুন্সী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন মাইজখার ইউনিয়ন সভাপতি মুফতী সাইফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম শাহজালাল, সংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ইসলামী আন্দোলনকে জনসাধারণের মাঝে আরও শক্তিশালীভাবে উপস্থাপন এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক সমস্যার সমাধানে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরা হয়। স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক : ইয়াছিন আরাফাত, মোবাইল : ০১৭৯৫-৬২৬২৪০, প্রধান কার্যালয়: চকবাজার, ছাতিপট্রি
শাখা: চান্দিনা থানার সামনে, মসজিদ মার্কেট (২য় তলা) চান্দিনা, কুমিল্লা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত