1. live@dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা : দৈনিক আমার কুমিল্লা
  2. info@www.dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে এম. এ. হান্নানকে চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চান্দিনায় ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন চান্দিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানে লক্ষ টাকা জরিমানা  চান্দিনার ঘাটিগড়ায় আবুল কাশেম অভির ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার দাউদকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক চান্দিনায় টাইফয়েড জ্বর টিকাদান কর্মসূচির উদ্বোধন চান্দিনায় বেকু চালকের রহস্যজনক মৃত্যু চান্দিনা পৌর ভবনের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া

চান্দিনায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলার কলেজ পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ’ হিসেবে নির্বাচিত হয়েছেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।
রবিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

এর আগে ২০১৮ সালেও তিনি চান্দিনা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ১৯৬৭ সালে কুমিল্লার চান্দিনা উপজেলার হারং ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত আবদুর রব ভূঁইয়া সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং মা প্রয়াত জোবেদা বেগম ছিলেন একজন গৃহিণী। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তিনি ১৯৮২ সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি,১৯৮৪ সালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি, ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতক এবং ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

১৯৯৩ সালে তিনি চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে প্রভাষক পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে ২০১০ সালে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালে অধ্যক্ষ পদে উন্নীত হন।

ব্যক্তিজীবনে ১৯৯৩ সালে তিনি এতবারপুর আযম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেতারা বেগম-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেতারা বেগম বর্তমানে ওই বিদ্যালয়ের জীববিজ্ঞানের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের ছেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক এবং মেয়ে একজন চিকিৎসক হিসেবে কর্মরত।

অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন,শিক্ষকতা আমার ভালোবাসা, শিক্ষার্থীরাই আমার প্রেরণা। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট