ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘ মবোক্রেসির মাধ্যমে বাংলাদেশের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা হতে দেয়া যাবে না। দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মব সৃষ্টির মাধ্যমে শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা সহ নানান শ্রেণী পেশার মানুষকে মারধর ও হেনস্তা করা হচ্ছে, পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক নয়। সেনা প্রধান মবোক্রেসি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন।’
কোথাও মবোক্রেসি তৈরী হলে স্থানীয় সেনা ক্যাম্পের সহযোগিতা নিয়ে এগুলো বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ এর ২০২৫ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন- ‘যদি কেউ অন্যায় করে থাকে স্বৈরাচারের দোসর হিসেবে, যদি তাদের কোন কর্মকান্ড আইনের পরিপন্থী হয়, অতিরিক্ত অত্যাচার, অবিচারের সাথে কারো কোন সম্পৃক্ততা থেকে থাকে- আইনী ব্যবস্থায় তাদের বিচার হবে। কিন্তু সবাই এক সাথে দল বেঁধে কাউকে মারধর করবে বা হত্যা করবে এটা কোন দেশের আইন নয়।’
প্রধান অতিথি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধা, আমরা যুদ্ধ করেছি। সে সময় আমাদের বিরুদ্ধে যারা অস্ত্রহাতে লড়াই করেছে আমরা তাদের বাড়ি-ঘর ভাঙ্গিনি, তাদের উপর হাত তুলিনি। তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে আমরা অত্যাচার চালাইনি। একটি স্বাধীন দেশে একটি স্বার্থান্বেষী মহল এভাবে মব সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা তৈরী করতে না পারে।আপনারা ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা এবিষয়ে সতর্ক থাকবেন।’
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন- কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবদুছ ছালাম, শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া।
অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, অধ্যাপক শ্রীধর বণিক, এইচএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তার, একাদশ শ্রেণির ছাত্রী সৌদিয়া পারভিন, মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী লামিয়া জেরিন অন্তরা।