ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারী ধর্ষনের ঘটনায় আওয়ামীলীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে এবং ধর্ষনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (২৯শে জুন) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তাররুজ্জামান সরকার।
তিনি বলেন, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে ফজর আলী ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গং সহ একজন হিন্দু নারীর উপর নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা শুধু একজন হিন্দু নারীকে নির্যাতন করে নাই, তারা সমগ্র মা জাতির ইজ্জত নষ্ট করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এই ধর্ষনকারীসহ এ কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
তিনি আরো বলেন, আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নেতৃত্বে মুরাদনগরে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে সুন্দর ভাবে বসবাস করছি। কিন্তু আওয়ামী দোসররা কায়কোবাদ দাদা তথা বিএনপির সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছে।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাওন, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক সেলিম ভূঁইয়া, হোমনা পৌরসভা বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।