ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চান্দিনা উপজেলা তাতীদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে কেরনখাল ইউনিয়ন পরিষদের মাঠে তাতীদলের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কেরণখাল ইউনিয়ন তাতীদলের সভাপতি রাকিবুল হাসান রকি এর সভাপতিত্বে,কেরণখাল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল মেম্বারের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, চান্দিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, চান্দিনা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোস্তফা কামাল খান,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, কেরণখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী রুহুল কুদ্দুস মাহিন, চান্দিনা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া, চান্দিনা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল ইসলাম,উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম,পৌর তাঁতি দলের আহ্বায়ক মো. আব্দুল জলিল, কেরণখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম মিয়া,
কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, কেরণখাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন মিয়াজী,উপজেলা জাসাসের সদস্য সচিব মো. ফখরুল, উপজেলা তাঁতী দলের সচিব আলাউদ্দিন ভূঁইয়া,৫নং কেরণখাল ইউনিয়নের মৎস্যজীবিদলের আহ্বায়ক মোঃরফিকুল ইসলাম মুন্সিসহ তাঁতীদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।