ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় সুহিলপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নুরপুর ব্রীজ হইতে শালিখা ব্রীজ পর্যন্ত একমাত্র জনবহুল রাস্তা। সরকারি অর্থে নির্মিত মাটির রাস্তা এলাকার প্রভাবশালীরা রাতের আধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এতে চরম দুর্ভোগে পরেন ৬০ পরিবার..
রাস্তা কেটে ফেলায় সিএনজি অটো রিকশা,যেতে না পারায় ১ কিলোমিটা ঘুরে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয় গ্রামবাসীরা। এতে বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী ও নারীরা….
অভিযোগ উঠেছে,গত বছরের ন্যায়,এ বছরেও স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে রাস্তাটি কেটে দেওয়া হয়েছে। সরকারের খাস জায়গা দখল করে মাছ চাষ করার জন্য রাস্তা কাটা হয়।
ফলে সরকারি অর্থ অপচয় হয়েছে।
এ প্রসঙ্গে জানতে অন্যতম অভিযুক্ত আলাউদ্দিন এর মোবাইল ফোনে ও সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ৩০ জানুয়ারি সোমবার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ০৯ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।