1. live@dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা : দৈনিক আমার কুমিল্লা
  2. info@www.dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূলে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে মাইজখার ইউনিয়নে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত কুমিল্লায় ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের এক ব্যক্তি গ্রেপ্তার চান্দিনায় এনসিপির নিবন্ধন উপলক্ষে দোয়া মাহফিল চান্দিনায় রাজকালীবাড়ি মন্দিরে জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের আগমন চান্দিনায় সেনাবাহিনীর টহল, ১০টি পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও বাতাঘাসী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত চান্দিনার দারোরায় পানি নিষ্কাশন বন্ধ সামান্য বৃষ্টিতেই ডুবে যায় এক হাজার পরিবারের ঘরবাড়ি চান্দিনায় ৩১ দফা কর্মসূচি প্রচারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ চান্দিনায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফেরার কথা নতুন বউ নিয়ে, ফিরলেন নিথর দেহ।

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান অমিত কুমার সরকার। পেশায় ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে অমিত বড়। ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট ভাই আশিক সরকার মৃত্যু বরণ করেছেন তিন বছর আগে।

প্রবাসী বাবা দিলীপ সরকার ও গৃহিণী মা রাধারাণী সরকার বেঁচে থাকার একমাত্র অবলম্বন অমিতকে আঁকড়ে ধরে ছোট ছেলের শোক ভুলে থাকার চেষ্টা করেন।
দেখতে দেখতে অমিতের বিয়ের বয়স হয়েছে। বাবা দিলীপ সরকার ধুমধাম করে ছেলেকে বিয়ে করাবেন এই স্বপ্ন নিয়ে দীর্ঘ ৩০ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফেরেন এবং ছেলের ব্যবসায় সময় দেন। ছেলে অমিতের বিয়ে ঠিক করেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে।

পঞ্জিকার তিথি অনুযায়ী ১৫ শ্রাবণ (৩১ জুলাই) বৃহস্পতিবার অমিতের বিয়ের দিন পাকা হয় ৩ মাস আগে। সেই অনুযায়ী বুধবার গ্রামের বাড়িতে অমিতের গায়ে হলুদ, বৃহস্পতিবার সকালে বিয়েবাড়িতে বাদ্যযন্ত্রের সঙ্গে সানাইয়ের সুর। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অতিথিদের উপস্থিতিতে ভরপুর। বিকেলে মঙ্গল ঘট স্থাপন করে সন্ধ্যায় ধুতি, পাঞ্জাবির সঙ্গে মাথায় মুকুট পরে চন্দনের ফোঁটায় বর সেজে মায়ের কোল ছেড়ে রওনা করেন অমিত।

বরযাত্রী নিয়ে রূপগঞ্জের উদ্দেশ্যে ছুটে চলে অমিতের বিয়ের গাড়িবহর। নতুন বউ নিয়ে ছেলে বাড়ি ফিরবে এই স্বপ্ন নিয়ে বসে আছেন মা রাধারাণী।
বিধিবাম! রাত ১০টায় বরযাত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর পৌঁছার পর বুকের প্রচণ্ড ব্যথা অনুভব করেন বর অমিত। দ্রুত তাকে গৌরীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রাত ২টায় কনে বাড়ি পৌঁছার আগে পরপারে পাড়ি জমান অমিত।
ওদিকে কনেবাড়িতে চলছিল বিয়ের ব্যাপক আয়োজন। বরযাত্রী আসতেছে, আপ্যায়ন করতে হবে। কিন্তু বরযাত্রী আসার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। রাত গভীর হচ্ছে, বর ও বরযাত্রী কারো দেখা নেই। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু করে কনেপক্ষের। ফোন আসতে থাকে বরের অভিভাবকদের কাছে। সব কিছু জেনে শোকে স্তম্ভিত কনের বাড়ি।

সব কিছু ঠিক থাকলে শুক্রবার (১ আগস্ট) ভোরে সুসজ্জিত প্রাইভেট কারযোগে নতুন বউ নিয়ে বাড়ি ফিরতেন অমিত। মা-বাবাকে দেখাতেন পুত্রবধূর মুখ। কিন্তু নিয়তির নির্মমতায় শুক্রবার ভোরে সুসজ্জিত প্রাইভেট কারের স্থলে অ্যাম্বুল্যান্সযোগে নিথর দেহে একাই বাড়ি ফেরেন অমিত! তখনও মুছে যায়নি কপালে থাকা চন্দনের ফোঁটা। বরবেশে ছেলের সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ দেখে বাকরুদ্ধ মা-বাবা। শোকে বিহ্বল গোটা পরিবার।

দুপুরে অমিতকে শেষবারের মতো বিদায় দিতে করানো হয় গোসল। আবারও সাজানো হয় নতুন সাজে। ধর্মীয় রীতি অনুসরণ করে পারিবারিক সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

তিন বছরের মধ্যে দুই ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রাধারাণী। কেঁদে বুক ভাসিয়ে চিৎকার করে বলছেন- ‘বাবা তোরা আমাকে কোথায় রেখে গেলি। আমরা এখন কারে নিয়ে বাঁচব। হে ভগবান কি অপরাধ ছিল আমাদের,কেন বুকের ধনকে কেড়ে নিলে।

এদিকে, অমিতের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবেগাপ্লুত হয়ে পড়েন শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা। অমিতের মা-বাবাকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন— মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে স্ট্যাটাস ও কমেন্ট বক্সে ম্যাসেজ করেন শুভাকাঙ্ক্ষীরা।

একই বাড়ির বাসিন্দা গুরুপদ সরকার কান্নাজড়িত কণ্ঠে জানান, বরযাত্রীর গাড়িবহরে আমিও ছিলাম। বরের গাড়ি অতিক্রম করে আমরা সামনে চলে যাই, কিছুক্ষণ পর বরের প্রাইভেট কারচালক আমাদের গাড়িচালককে ফোন করে বলেন, গাড়ি ঘুরিয়ে গৌরীপুর আসেন। বর অসুস্থ, রাজধানীর ল্যাবএইডে নেওয়ার পর আর বিয়ে বাড়িতে যাওয়া হয়নি!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট