1. live@dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা : দৈনিক আমার কুমিল্লা
  2. info@www.dainikamarcomilla.com : দৈনিক আমার কুমিল্লা :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূলে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে মাইজখার ইউনিয়নে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত দেবীদ্বারে আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল- ক্যামেরা ছিনতাই, ১২ জন আহত কুমিল্লায় ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের এক ব্যক্তি গ্রেপ্তার চান্দিনায় এনসিপির নিবন্ধন উপলক্ষে দোয়া মাহফিল চান্দিনায় রাজকালীবাড়ি মন্দিরে জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের আগমন চান্দিনায় সেনাবাহিনীর টহল, ১০টি পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও বাতাঘাসী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত চান্দিনার দারোরায় পানি নিষ্কাশন বন্ধ সামান্য বৃষ্টিতেই ডুবে যায় এক হাজার পরিবারের ঘরবাড়ি চান্দিনায় ৩১ দফা কর্মসূচি প্রচারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ চান্দিনায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইলিয়টগঞ্জ হাই-ওয়ে ওসির নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ঝোপ-জঙ্গল পরিষ্কার

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
Oplus_0

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কুমিল্লাগামী লেনে ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে ডাকাতি প্রতিরোধে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে দেবিদ্বার থানাধীন কুরছাপ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী ও কমিউনিটি পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে থাকা ঝোপ-জঙ্গলে ডাকাত চক্রের সদস্যরা লুকিয়ে থেকে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালাত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় প্রায়ই ডাকাতদল লুকিয়ে থেকে চলন্ত গাড়িতে লোহার রড নিক্ষেপ করে। গাড়ি থামানো মাত্রই ডাকাতরা ঝোপ থেকে বেরিয়ে এসে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় এবং দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা আতঙ্কে ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত একই কৌশলে ডাকাতি সংঘটিত হলেও ঝোপ-জঙ্গল থাকার কারণে তাদের ধরা সম্ভব হচ্ছিল না। স্থানীয়রা তাই এ উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, “মহাসড়কের পাশে যেখানে যেখানে ঝোপ-জঙ্গল রয়েছে, সেখানে আমাদের এ ধরনের পরিষ্কার অভিযান চলমান থাকবে। ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, কমিউনিটি পুলিশ ও স্থানীয়দের একসাথে এগিয়ে আসলেই এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব।”

এদিকে কুরছাপ এলাকার সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা ভয়ে থাকতেন। ঝোপ-জঙ্গল কেটে ফেলার ফলে ডাকাতরা আর সহজে লুকাতে পারবে না। এতে ডাকাতি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ পথে। ফলে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ জন্য ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এই পদক্ষেপকে এলাকাবাসী “মডেল উদ্যোগ” হিসেবে অভিহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট