
ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লা “খ” সার্কেলের অভিযানে ৪০ বোতল ভারতীয় কোডিনযুক্ত ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ) বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একটি দল।
অধিদপ্তর জানায়, চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারের পূর্ব পাশে মাধাইয়া মডেল মসজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গৌরীপুরগামী ‘নিউ একতা পরিবহন’(কুমিল্লা-জ ১১-০২৭৫) বাসের ২৫ নম্বর সিটে বসা অবস্থায় হালিমা খাতুন (৭৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে Abbott লেখা কর্কযুক্ত ভারতীয় কোডিন ফসফেটযুক্ত ৪০ বোতল ফেনসিডিল (প্রতি বোতল ১০০ মিলি, মোট ৪ লিটার) এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় যুবকদের মাঝে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে চান্দিনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।